Thursday 2 April 2020

~~~~~অভিশাপ~~~~~

আজকে আমার নিথর হবার পালা,
তোমাতেই হোক সবুজের সমারোহ,
অক্ষরহীন বর্ণমালার রঙে
বর্ণিত হোক প্রকৃতির ধারাবহ।

নাই বা রইল চিত্রকরের তুলি,
নাই বা রইল কবিতার কোলাহল
উজ্জ্বল হোক তোমার রূপের ছটা
বিলীন হোক গদ‍্যকারের দল।

শরৎ হিমের শব্দ শুনো তুমি
শুনো বসন্ত-পাখির কলকুজন
স্বচ্ছ নদীতে আকাশের মুখ দেখো,
কোরো জ‍্যোৎস্না রাতে নিভৃতে নিশীযাপন

তপ্ত দুপুরে বটবৃক্ষের ছায়ায়
একা বসে থেকে পথিকের পথ চেও।
কিন্তু সে আর আসবে না কোনোদিনও
তোমারই শাপে সে মহামারীতে হত !

নৈসর্গিক জীবনের যত রঙ
প্রজাপতি আর ঝর্না ঝরার সুর,
আমার প্রাণের বিনিময় চাও তুমি!
প্রকৃতি, তুমি সত্যিই এতো নিষ্ঠুর !?
                              ~ তাতাসি রায়
                              ~ 2nd April 2020